1. admin@dainikgoyendarchokh.com : goyadmin :
ডোমারে এনসিপির জনসংযোগ - দৈনিক গোয়েন্দার চোখ
বুধবার, ২৮ মে ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

ডোমারে এনসিপির জনসংযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯৭ বার শেয়ার হয়েছে

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থান স্বপক্ষের ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দলীয় লক্ষ্য, আদর্শ ও কর্মপরিকল্পনা প্রচারে নীলফামারীর ডোমারে জনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬শে মে) সকাল ১০টায় ডোমার বাজার, নিউ মার্কেট, কোচ স্ট্যান্ড, বনওয়ারী মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে জনসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপর বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন তিনি।

এসময় সারজিস আলম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে, তারা কেউই সরাসরি কোনো দলের প্রতিনিধি নয়। বরং গণঅভ্যুত্থানের প্রতিনিধি। অনেকেই দ্রুত নির্বাচন চায়। তবে দ্রুত নির্বাচন হবে, কিন্তু স্বচ্ছ ও সুষ্ঠু ভোট হবেনা- গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এমন নির্বাচন হলে সেটি কলঙ্কে পরিণত হবে। রাজনৈতিক দলগুলোর উচিৎ নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে, এমন অপ্রাসঙ্গিক কথা না বলা।’

তিনি বলেন, প্রশাসনের কেউ হলেই ‘স্যার, স্যার’ বলতে হবে বা টাকা ছাড়া কাজ হবে না- এই চর্চা থাকতে দেওয়া যাবেনা। হাজার মায়ের কোল খালি করা খুনির বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন চিন্তা না করে, অন্যকারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। আমরা খুনের বিচার, সিস্টেমের সংস্কার দেখতে চাই। বিগত আওয়ামী আমলে দেখেছি দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে হাসিনা ও তার দোসররা অন্য দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে খারাপ ভাষায় কথা বলতো। এখন দেখছি কিছু রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ একই ভাষায় কথা বলছেন। ফ্যাসিস্ট আমলের এমন রাজনৈতিক সংস্কৃতি চর্চা করা হলে, জনগণ আপনাদের ছুড়ে ফেলবে।’

সারজিস বলেন, ‘পতিত আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি এমপি-মন্ত্রী, চেয়ারম্যানরা মনোনয়ন কিনে দলীয় প্রভাবে নির্বাচিত হতো। মাত্র ৫০০ বা ১,০০০ টাকার বিনিময়ে সহজ-সরল জনগণকে প্ররোচিত করে নির্বাচিত হবার পর বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের নাম করে তারা জনগণের পকেট কেটে হাজার হাজার টাকা লুটে নিতো। তরুণ প্রজন্মকে মার্কা বা দল না দেখে বরং ভালো মানুষ দেখে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে হবে। খারাপকে খারাপ না বললে তাদের সাহস বেড়ে যায়। আমরা যোগ্য মানুষদের যোগ্য জায়গায় দেখতে চাই।’

দলের কার্যক্রম বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘যাদের নেতৃত্বে চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে, তাদের সামনে রেখে গঠন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নীলফামারী জেলায় প্রচারণার মাধ্যমে উত্তরাঞ্চলে আমাদের সাংগঠনিক যাত্রা শুরু হলো। আমরা দেশের প্রতিটি উপজেলায় যেতে চাই, সেখানকার মানুষের কথা শুনতে চাই এবং সেই নিরিখে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

জনসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম-মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন, নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন, যুগ্ম-সদস্য সচিব মোঃ রবিন হাসান প্রমুখ।

উল্লেখ্য, একই দিন জেলার ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলায় পূর্বনির্ধারিত জনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন তারা।

পথসভা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনের অভিভাবক নেতা মোঃ গোলাম কুদ্দুছ আইয়ুব ও মোঃ নুরুজ্জামান বাবলার নেতৃত্বে সারজিস আলমের কাছে ডোমারবাসীর পক্ষ থেকে প্রিপেইড মিটার স্থাপন বাতিল ও হাসপাতালের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2019
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি