আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর সদস্যদের দশদিন ব্যাপী গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণের জন্য নীলফামারীর ডোমারে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই মে) সকাল ১০টায় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে মৌলিক প্রশিক্ষণের বাছাইপর্ব কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শ্রী নরেশ চন্দ্র রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন- আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক মোঃ আব্দুল আউয়াল, সদর ইউনিয়ন দলনেতা মোঃ মোরসালিন ইসলাম, পৌরসভার ওয়ার্ড দলনেতা মোঃ সোহাগ চৌধুরী, ওয়ার্ড দলনেত্রী শারমিন আক্তার প্রমুখ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শ্রী নরেশ চন্দ্র রায় বলেন, গ্রামভিত্তিক নিরস্ত্র ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণের জন্য যোগ্যতার ভিত্তিতে ৩২ জন নারী ও ৩২ জন পুরুষকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
Leave a Reply