মোঃ এহছান এলাহী, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উপজেলা কার্যালয়। মঙ্গলবার (২১মে) সন্ধ্যয় স্থানীয় জলঢাকা কলেজ রোডে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রতিনিধি রেজাউল করিম রাজুর সভাপতিত্বে এবং মোহাইমেনুর রহমান সানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক এবং নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা আবু সাঈদ লিয়ন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার মুখ্য সংগঠক সাবাব তানজিম, যুগ্ম-সদস্য সচিব সাব্বির হোসেন, যুগ্ম-আহ্বায়ক নেওয়াজ আল তেমিয়াত নিশান, আহসান হাবিব রক্সি, বেলাল ইমতিয়াজ বুলবুল এবং বকুল ইসলাম সহ জলঢাকা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা।
Leave a Reply