দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা বাজার বণিক সমিতির নির্বাচন আজ ১০ ফেব্রুয়ারি সোমবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, নির্বাচনে ভোটার ছিল ৩১৩ জন আজ ভোট প্রয়োগ করেছেন ৩০৭ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন জনতা কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নির্বাচন কমিশনার হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেছেন এম আমির হোসেন হাওলাদার সকাল ন’টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে পরে ভোট গণনা শেষে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বশির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম শাহীন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইয়াকুব আলী, ধীমান চন্দ্র সাহা, রাম চরণ গাইন ভুলু,যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মিরাজ হোসেন স্বপন, কোষাধক্ষ্য হয়েছেন মোঃ সোহেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন খাইরুল আলম মেহেদী, অন্যান্য পথসমূহ প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাকি কয়েকটি সদস্যপদ পরে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবেবলে জানা গেছে। দিনভর নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আইন-শৃঙ্খলায় আনসার এবং পুলিশবাহিনী সার্বক্ষণিক মোতায়েন ছিল। এই নির্বাচন ১৬ বছর পরে গোপন ব্যালোটের মাধ্যমে অনুষ্ঠিত হলো।
Leave a Reply