সাইফুল ইসলাম সম্পদ, নীলফামারী প্রতিনিধি : দলিল লেখক সমিতির প্রথমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সমিতির হাল ধরেন। দীর্ঘ সময় ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে পরবর্তীতে সভাপতি নির্বাচিত হয়ে দলিল লেখক সমিতিকে গতিশীল করেন। এবারেও সভাপতি পদে নির্বাচন করবেন আব্দুল্লাহ শাহ।
তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে এই সমিতির কার্যনিবাহী কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমানে দলিল লেখকের সংখ্যা ১৪২ জন। দলিল লেখক সহকারী সহ বর্তমানে সমিতির সদস্য সংখ্যা প্রায় ২৫০ জন। বর্তমানে সবাই কর্মরত আছেন। সংগঠনের কোনো সদস্য অসুস্থ হলে সংগঠন তার পাশে দাঁড়ায় এবং কোনো সদস্য মারা গেলে তার পরিবারকে এককালীন অনুদান প্রদান করা হয়। সদর উপজেলার ১৫টি ইউনিয়নের জমি ক্রেতা-বিক্রেতা জমি রেজিষ্ট্রি সংক্রান্ত সমস্যাসহ সকল প্রকার সহায়তা করে থাকে এই সমিতি। নিবন্ধনের ক্ষেত্রে দলিল লেখকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নিবন্ধন কার্যক্রম তদারকি ও দলিল নিবন্ধনের জন্য সেবাগ্রহীতাদের সহায়তা করেন সমিতির সভাপতি।
উল্লেখ্য, নীলফামারী দলিল লেখক সমিতি সভাপতি মোঃ আব্দুল্লাহ শাহ ১৯৮৮ সাল থেকে দলিল লেখক হিসাবে কার্যক্রম শুরু করেন।
Leave a Reply