1. admin@dainikgoyendarchokh.com : goyadmin :
শামীম হত্যার এক মাসেও কোনো আসামি গ্রেফতার হয়নি, প্রতিবাদে সড়ক অবরোধ - দৈনিক গোয়েন্দার চোখ
রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে জমি সংক্রান্ত বিষয়ে পক্ষ বিপক্ষে হানাহানি খুনাখুনি বেড়েই চলেছে প্রশাসনিক শুদ্ধতায় আপসহীন এক নারী প্রকৌশলী ডোমারে চার দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন সরকারি নির্দেশনা যথাযথ ভাবে পালন করছেন না প্রধান শিক্ষক ২৪ মে, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে নীলফামারী জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে ৫০ শয্যার হাসপাতালে ভর্তি হচ্ছেন ধারণক্ষমতার দ্বিগুণ রোগী পঞ্চগড়ে ৩ শিক্ষার্থী ও ১৩ শিক্ষক নিয়ে চলছে মাদরাসা জলঢাকায় এনসিপির কার্যালয় উদ্বোধন দিনাজপুরে লিচুর বাম্পার ফলন হাকিমপুরে পেশাদার চোরের ধারালো ছোরার আঘাতে জখম এক নারী

শামীম হত্যার এক মাসেও কোনো আসামি গ্রেফতার হয়নি, প্রতিবাদে সড়ক অবরোধ

  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৯ বার শেয়ার হয়েছে

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদ (২৬) হত্যার প্রায় এক মাসেও কোনো আসামি গ্রেফতার হয়নি। পুলিশের নির্বিকার ভূমিকায় এলাকাবাসী চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এর প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারের দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ এলাকাবাসী। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দারিয়াপুর বাজার এলাকায় প্রায় দুঘন্টাব্যাপী সড়ক অবরোধ করা হয়।

সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন নারী নেত্রী অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, প্রভাষক ময়নুল কবীর মন্ডল, খোলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোজাহিদুল ইসলাম মৃদুল, ঘাগোয়া বিএনপির সভাপতি আব্দুল আজিজ, কুপতলা বিএনপির সভাপতি লোকমান হাকিম, মালিবাড়ী বিএনপির সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, গিদারী বিএনপির সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা নুরুল আলম সিদ্দিকী পিটন, স্থানীয় সাংস্কৃতিক জোটের সভাপতি শহিদুল ইসলাম, ডা. শাহজাহান আলী, মৃনাল কান্তি বর্মণ, সংস্কৃতি কর্মী আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য সোহেল রানা, ব্যবসায়ী নেতা সেলিম মন্ডল, সংস্কৃতি কর্মী আলী আজম, রবিন ইসলাম সম্রাট প্রমুখ।

বক্তারা বলেন, পুলিশের গাফিলতির কারণে প্রায় এক মাসেও শামীম আহমেদ হত্যার কোনো আসামি গ্রেফতার হয়নি। প্রভাবশালী মহলের সহযোগিতায় আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ফলে বাদি পড়্গের পরিবার-পরিজন চরম হুমকির মুখে রয়েছে। তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত কিশোর গ্যাং নেতা হাবিবুল্যা রিংকু, রাকিবুল হাসান জিম ও তাহসান স্বরূপসহ আসামিদের অবিলম্বে গ্রেফতারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় পুলিশ সুপার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

অবরোধের ফলে ওই সড়কে সবধরণের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

উল্লেখ্য, সদর উপজেলার উত্তর খোলাহাটী গ্রামের ডা. শফিউল ইসলাম রাঞ্জুর ছেলে শামীম আহমেদ গত ১৮ ডিসেম্বর কিশোর গ্যাংয়ের নেতা হাবিবুল্যা রিংকু, রাকিবুল হাসান জিম ও তাহসান স্বরূপের নেতৃত্বে বখাটেদের মারপিটে গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ডিসেম্বর রাতে মারা যান। এঘটনায় নিহতের চাচা মোস্তাফিজুর রহমান বাদি হয়ে ১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2019
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি