দুমকি প্রতিনিধি : পটুয়াখালী জেলায় পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা পুলিশ লাইন্স সভা কক্ষে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।
পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া, জেলা জামায়াতের সভাপতি অ্যাড. নাজমুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুফতি হাবিবুবর রহমান প্রমুখ সহ গণ অধিকার পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। এসময় পটুয়াখালী জেলা পুলিশকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন সভায় অংশ নেওয়া আগত অতিথিরা।
প্রধান অতিধির বক্তব্যে রেঞ্জ ডিআইজি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে দেশ। আমরা ইতোমধ্যে তা প্রমাণ করেছি। সমাজের প্রতিটি স্তরে শৃঙ্খলা, সহযোগিতা এবং সঠিক নেতৃত্ব আমাদের এগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশের উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিতে সক্ষম হব।
Leave a Reply