1. admin@dainikgoyendarchokh.com : goyadmin :
পবিপ্রবির উপ-পরিচালক আবু হানিফের মৃত্যুতে শোকসভা - দৈনিক গোয়েন্দার চোখ
রবিবার, ২৫ মে ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আধুনিক সার্কিট হাউস নির্মাণে প্রকৌশলী আহসান হাবীবের নেতৃত্বে দৃশ্যমান অগ্রগতি নীলফামারীতে জমি সংক্রান্ত বিষয়ে পক্ষ বিপক্ষে হানাহানি খুনাখুনি বেড়েই চলেছে প্রশাসনিক শুদ্ধতায় আপসহীন এক নারী প্রকৌশলী ডোমারে চার দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন সরকারি নির্দেশনা যথাযথ ভাবে পালন করছেন না প্রধান শিক্ষক ২৪ মে, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে নীলফামারী জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে ৫০ শয্যার হাসপাতালে ভর্তি হচ্ছেন ধারণক্ষমতার দ্বিগুণ রোগী পঞ্চগড়ে ৩ শিক্ষার্থী ও ১৩ শিক্ষক নিয়ে চলছে মাদরাসা জলঢাকায় এনসিপির কার্যালয় উদ্বোধন দিনাজপুরে লিচুর বাম্পার ফলন

পবিপ্রবির উপ-পরিচালক আবু হানিফের মৃত্যুতে শোকসভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৮ বার শেয়ার হয়েছে

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২রা জানুয়ারী) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোঃ আবদুল লতিফ।

বক্তব্য রাখেন- এলএলএ অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগ এর পরিচালক (অ.দা.) প্রফেসর ড. মোঃ আবু ইউসুফ, ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো, হাসিব মোহাম্মদ তুষার, জাহিদ আল মামুন, মোঃ মিজানুর রহমান টমাস, নঈম কাওসার, সাঈদুর রহমান জুয়েল, ওয়াজ কুরনি, সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ, নিহত মুহাম্মদ আবু হানিফ এর ছেলে মোঃ ফরিদ হোসেন লিমন এবং তার কাজিন মোঃ আনিসুর রহমান।

বক্তারা মুহাম্মদ আবু হানিফের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং পবিপ্রবির ক্রীড়ার উন্নয়নে তার অবদান স্মরণ করেন। তারা মুহাম্মদ আবু হানিফের নামে পবিপ্রবির জিমনেসিয়াম, খেলার মাঠ অথবা অন্য কোন স্থাপনা তার নামে নাম করণের জন্য এবং তার ছেলে ফরিদকে বিশ্ববিদ্যালয়ে যোগ্যতানুযায়ী পদে চাকরির ব্যবস্থা করার জন্য ভাইস-চ্যান্সেলরকে অনুরোধ জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজ আমরা অত্যন্ত শোক ভারাক্রান্ত মনে এখানে একত্রিত হয়েছি। আমাদের সহকর্মী মুহাম্মদ আবু হানিফ -এর অকালপ্রয়াণ আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণ করা অত্যন্ত কঠিন। প্রয়াত মুহাম্মদ আবু হানিফ ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাজ্ঞ, দায়িত্ববান ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা। তিনি তাঁর কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শারীরিক শিক্ষা বিভাগ ও প্রশাসনিক ক্ষেত্রে তাঁর অবদান আমাদের পবিপ্রবি’র শারীরিক শিক্ষা বিভাগ এর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

প্রধান অতিথি মরহুম এর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন, তাঁর স্মৃতিকে যথাযথ সম্মানের সঙ্গে ধরে রাখার এবং তাঁর রেখে যাওয়া আদর্শ সবাইকে অনুসরণ করার আহ্বান জানান।

শোকসভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র/ছাত্রী এবং প্রয়াত উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্মকর্তাদের পক্ষ থেকে প্রয়াত উপ-পরিচালকের পরিবারকে এক দিনের বেতনের অর্থ দিয়ে সহযোগিতা করার ঘোষণা দেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবু বকর ছিদ্দিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2019
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি