1. admin@dainikgoyendarchokh.com : goyadmin :
তেঁতুলিয়ার মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত অস্ত্র উদ্ধার - দৈনিক গোয়েন্দার চোখ
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

তেঁতুলিয়ার মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ বার শেয়ার হয়েছে

মোহাম্মদ মাহাবুব আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেতুঁলিয়ায় মহানন্দা নদীতে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন অস্ত্র ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় পাথর উত্তোলনের সময় সীমান্ত নদী মহানন্দার বাংলাদেশ অংশে এই অস্ত্র উদ্ধার করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বাংলাবান্ধা ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেষা মহানন্দা নদীতে পাথর উত্তোলন করছিলেন। এ সময় ভারতীয় সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকায় শ্রমিকদের জালে গুলিসহ পুরাতন অস্ত্রটি উঠে আসে। খবর পঞ্চগড় ১৮ বিজিবির গোয়ালগছ ক্যাম্পের টহলরত সদস্যরা অস্ত্রটি গুলিসহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, আমরা একটি অস্ত্র ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছি। অস্ত্রটির লোহার অংশে অধিক পরিমাণে মরিচাযুক্ত হওয়ার কারনে কোন লেখা বুঝা যাচ্ছে না। পরিত্যক্ত অস্ত্রটি কোন সময়ের তাও বলা মুশকিল। এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2019
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি