1. admin@dainikgoyendarchokh.com : goyadmin :
দুমকিতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ - দৈনিক গোয়েন্দার চোখ
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

দুমকিতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৮ বার শেয়ার হয়েছে

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার সাতানী গ্রামের বাসিন্দা নুরুন্নাহার বেগমের (৬০) বসত ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনায় দুমকি থানায় অভিযোগ করেছেন তিনি।

আসামিরা হলেন- দুমকির সাতানীর ৪নং ওয়ার্ডের মোঃ আকাব্বর জোমাদ্দারের পুত্র মোঃ অপু জোমাদ্দার (৩৮), মোঃ সুমন জোমাদ্দার (৩৬), মোঃ মুনিম জোমাদ্দার (৩২) ও মোঃ রুবেল জোমাদ্দার (৩৪), স্ত্রী মোছাঃ নিলুফা (৫৫), মৃত মোকসেদ জোমাদ্দারের পুত্র মোঃ আকাব্বর জোমাদ্দার (৬৫) সহ অজ্ঞাত আরো ৪-৫ জন।

অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা আওয়ামী সন্ত্রাসী বাহিনী হওয়ায় একত্রিত হয়ে ৬ই ডিসেম্বর আনুমানিক রাত ৩টায় দুমকির আঠারোগাছিয়া মৌজায়, জে এল নং-৫১, এস. এ. খতিয়ান-২৯২, দাগ নং-৪৭৭, মোট জমি ৯.০০ শতাংশ জমিতে নুরুন্নাহারের নিজ বসত ঘরে এসে রাতের অন্ধকার হামলা ও লুটপাট করে। জায়গাটির ওয়ারিশ সূত্রে মালিক নুরুন্নাহার।

অভিযোগে বলা হয়, আসামি ও অজ্ঞাত মুখোশধারী ব্যক্তিরা ভুক্তভোগী সহ অন্যান্যদের মারধর করে ঘর থেকে বের করে দেয়। এরপর ঘরটি সম্পূর্ন ভেঙ্গে চুরে চুরমার করে ফেলে। ঘরে থাকা ১ লক্ষ ৩৫ হাজার টাকা এবং ১ ভরি স্বর্ণের জিনিস (যাহার অনুমান বাজার মূল্য- ১,২০,০০০/- টাকা) বিবাদীরা লুট করে নিয়ে যায়। এছাড়া বিবাদীরা নুরুন্নাহারের জায়গায় থাকা ২৫ এর অধিক গাছ কেটে ফেলেছে। একপর্যায়ে তারা মারধর ও খুন যখম এবং প্রাণনাশের হুমকি দেয়। সকাল হয়ে যাওয়ায় লুট করে সব কিছু নিয়ে চলে যায়।

এব্যাপারে বিবাদী মোঃ সুমন জোমাদ্দারককে ফোন দিলে তিনি বলেন, আপনারা যা দেখেছেন তাই।

এবিষয়ে দুমকি থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে তাৎক্ষণিক দুইজন অফিসার কে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2019
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি