1. admin@dainikgoyendarchokh.com : goyadmin :
ডোমারে বাংলা গান ও নাটক মঞ্চায়িত - দৈনিক গোয়েন্দার চোখ
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

ডোমারে বাংলা গান ও নাটক মঞ্চায়িত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ বার শেয়ার হয়েছে

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : নীলফামারীর ডোমার নাট্য সমিতির ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ১৩২ বছর ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘বিজয় সাংস্কৃতিক উৎসব-২০২৪’ এর ২য় দিনে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ধরনের বাংলা গান ও মঞ্চনাটক।

বুধবার (১৮ই ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বিজয় সাংস্কৃতিক উৎসবের ২য় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু। এতে সভাপতিত্ব করেন- ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমন।

ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান সোহাগের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মোঃ সোহেল পারভেজ, জেলা কালচারাল অফিসার কেএম আরিফউজ্জামান, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী তাসমিন ফৌজিয়া ওপেল, জেলা জাসাসের আহ্বায়ক অধ্যাপক আসলাম হায়াত মিল্টন, সদস্য সচিব আবুল হাসনাত রাসেল প্রমুখ।

— ২য় দিনের অতিথিবৃন্দ।

২য় দিনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের বাংলা গান পরিবেশনের পাশাপাশি রংপুর পদাতিক নাট্য সংসদের পরিবেশনায় মঞ্চস্থ হয় তোসাদ্দেক হোসেন মায়া রচিত মঞ্চনাটক ‘মায়া’। যার নির্দেশনা প্রদান করেন- মজনুর রহমান রাইটু।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- রংপুর পদাতিক নাট্য সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সুমন, ডোমার নাট্য সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য বাসেরা বেগম দীপা, সঙ্গীতশিল্পী মোঃ আমজাদ হোসেন প্রমুখ সহ স্থানীয় সুধী সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2019
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি