আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ীতে কৃষক সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল।
মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মগনী মুহাম্মদ মাসুদুল আলম দুলাল।
কেতকীবাড়ী ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ আফজালুর রহমান চৌধুরী হিরো, সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন প্রমুখ সহ কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত ৩১ দফা, সমসাময়িক রাজনীতি ও কৃষকদের কল্যাণে বিএনপির ভাবনা সম্পর্কিত আলোচনা করেন বক্তারা। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ কৃষক সহ সংগঠনটির নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply