দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলায় মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) বিকেল ৪টায় সরকারি জনতা কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ জুয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সরকারি জনতা কলেজের অধ্যক্ষ মোঃ আঃ লতিফ হাওলাদার, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন ও অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply