আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ‘মরহুমা আয়েশা ইসলাম পলি স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪/২৫’ এর ৩য় ম্যাচে চাঁপাইনবাবগঞ্জের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে বগুড়ার গাবতলী রক্সি প্রমীলা ফুটবল একাডেমি।
শুক্রবার (২৭শে ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রমীলা ফুটবল টুর্নামেন্টের অমীমাংসিত থাকা ৩য় ম্যাচটি।
খেলাটিতে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে- বগুড়ার গাবতলী রক্সি প্রমীলা ফুটবল একাডেমি ও চাঁপাইনবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ফুটবল একাডেমি। এতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে বগুড়ার মেয়েরা।
আয়োজক কমিটি জানায়, আগামী রবিবার (২৯শে ডিসেম্বর) টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে- পঞ্চগড়ের বোদা ফুটবল একাডেমি ও লালমনিরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি।
উল্লেখ্য, ৩য় ম্যাচ সহ টুর্নামেন্টের গত ৩টি ম্যাচে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে খেলার জন্য উত্তীর্ণ হয়েছে- রংপুরের সদ্যপুষ্করণী স্পোর্টিং ক্লাব, জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি ও বগুড়ার গাবতলী রক্সি প্রমীলা ফুটবল একাডেমি।
Leave a Reply