সাইফুল আলম সম্পদ নীলফামারী:
নীলফামারীতে, শীঘ্্রই শুরু হতে যাচ্ছে নীলসাগর গ্রুপ শাহীপাড়া প্রিমিয়ার লিগ, ২০২৪-সিজন -৬। পাড়া ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের সব থেকে বড় আসর শাহী পাড়া প্রিমিয়ার লিগ নীলফামারীর বড় মাঠে প্রতি বছরের ন্যায় এই লিগের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শাহীপাড়া প্রিমিয়ার লিগের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আহসান হাবীব লেলিনের অনুমতি ক্রমে,এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু হয়েছে। প্রিমিয়ার লিগ এরই মধ্যে তারা পাঁচটি সিজন শেষ করে ৬ নম্বর সিজনের প্রস্তুতি চলছে। নীলসাগর গ্রুপ প্রতি সিজনে এই টূর্নামেন্ট এ স্পন্সর করে থাকেন।
টুর্নামেন্ট পরিষদ কমিটির আহ্বায়ক আরমান হাবীব, যুগ্ন আহ্বায়ক ওয়াহেদ আলী তুফান, যুগ্ন আহ্বায়ক আল ফুয়াদ, যুগ্ন আহবায়ক মিঠু শেখ ও কমিটির সকল সদস্য মিলে টুর্নামেন্টের সম্ভাব্য উদ্বোধন ম্যাচ এর তারিখ ও সকল ধরনের দিক নির্দেশনাসহ এই বছরেও টুর্নামেন্ট পরিচালনা কমিটি সিজন -৬ করে দিয়েছে।পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছে,(বিপু,নোবেল, ,রাব্বি, জয়, রিদয়, আমান, ইমন, হেলাল শাহিনুর) প্রমুখ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটি ২০২৪-সিজন -৬ জানান, ইতিমধ্যে প্লেয়ার অকশন এবং, ৭টি টিম সিলেক্ট করেছে। এবার আসরে শাহিপাড়ার প্রায় ১৫০ জন খেলোয়াড় অংশগ্রহন করতে যাচ্ছে।প্রতিবছরে প্রায় দেড় মাস ব্যাপি এই খেলা নীলফামারী বড় মাঠ কে মাতিয়ে রাখে। ভালো পরিবেশ ও সুন্দর সমাজ গড়ার জন্যে খেলাধুলার গুরুত্ব অপরীসীম।
নীলসাগর গ্রুপ এর নির্বাহী পরিচালক ও এসপিএল এর আহবায়ক আরমান হাবীব বলেন,যুব সমাজ রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। আমরা আমাদের খেলাধুলা এবং ক্রিকেটের সোনালী দিন ফিরিয়ে আনতে চাই।
Leave a Reply