নাইমুর রহমান ❑ দিনাজপুরের ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ একেএম মুহিব্বুল ইসলাম।
মঙ্গলবার (১২ই নভেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী থানার হলরুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে ফুলবাড়ী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত অফিসার ইনচার্জ।
তিনি বলেন, আমি সকলের সহযোগিতা নিয়ে ফুলবাড়ী উপজেলায় মাদক, চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে কাজ করতে চাই। এসময় তিনি সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় সার্বিক বিষয়ে আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান সাদিক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেসক্লাব, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাব, ফুলবাড়ী প্রেসক্লাব,
ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী সিটি প্রেসক্লাব
ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
Leave a Reply