নিজস্ব প্রতিবেদক :
সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীর ডোমারে গণসংযোগ ও পথসভা করেছে জাতীয়তাবাদী যুবদল।
শহরের বাটার মোড় ও উপজেলা মোড় এলাকায় উপজেলা ও পৌর শাখা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে সোমবার (২১শে অক্টোবর) সকালে অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচি ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গত ১৬ বছর বিএনপির নেতা-কর্মীরা নির্যাতন-নিপীড়ন সহ্য করে দলকে টিকিয়ে রেখেছে। পতিত স্বৈরাচার সরকারের বিরোধীতা করলে তারা গুম, খুন, হত্যা ও হয়রানি করতো। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে স্বৈরাচাররা। এদের অতিদ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখো করা এখন সময়ের দাবি। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপি জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে এগিয়ে যাচ্ছে।’
নীলফামারী জেলা যুবদলের সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইফতেখারুল আলম তিতুমীর, সদস্য সচিব মোঃ শাহীন আলম শান্ত, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব মোঃ আশিকুর রহমান আশিক প্রমুখ সহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পথসভা শেষে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা, সাম্প্রদায়িক সম্প্রীতি, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন যুবদলের নেতা-কর্মীরা।
Leave a Reply