নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সদর উপজেলা রামনগর ইউনিয়নে বাহালি পাড়া কাচারী বাজারের সরকারী জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে,
একই এলাকার মৃত ছাদাখাতুল বারীর ছেলে মো:নুরুজ্জামান (৫৫) তার ভাই মো: সিদ্দিক,(৪০) তার ছেলে মো: রানা (৩৫) এর বিরুদ্ধে।
স্থানীয় কাঠ ব্যবসায়ী মো: জহুরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মোঃ জহুরুল ইসলাম জানান আমার ফার্নিচার ও খড়ির দোকানের সামনের অংশ ভাঙচুর করে, প্রশাসনের অনুমতি ছাড়াই ইট সিমেন্ট দিয়ে পাকা স্থাপনা তৈরি করছে। আমরা বাধা দিতে গেলে আমাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে ও হুমকি প্রদর্শন করে যে এই এলাকা থেকে দোকান সরিয়ে না নিলে হত্যা করার হুমকি প্রদর্শন করে।
জানতে চাইলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: মলি আক্তার জানান, এই মাত্র জানলাম বিষয় টি দেখছি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply