মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার
খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান ফটকের পাশে ফিতা কেটে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে দোয়া করা হয়। এরপর পতাকা উত্তোলন ও আলোচনা সভা হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোবাশ্বের হক মুক্তির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহেদ শাহ্।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম বাবুল, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আ.স.মগোলাম কিবরিয়া জেহাদ ও সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ গোলাম রব্বানী, যুবদলের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান স্মৃতি ও আবু হেনা মোস্তফা কামাল শিমুল, উপজেলা ছাত্রদলের সদস্য সফিউল আলমসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন, ইমরান, রাসেল, রেজা, শাহানুর, লাভলুসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা বলেন, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষায় বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। তাই নানা জুলুম নির্যাতনের পরও দেশ ও মানুষের জন্য আন্দোলন অব্যাহত রেখেছে বিএনপি।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply