আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি :
নীলফামারীর ডোমার উপজেলার প্রাচীনতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ডোমার নাট্য সমিতি’-এর ৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মাসুদ বিন আমিন সুমন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩০শে আগস্ট) সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে প্রতিষ্ঠানটির সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নতুন আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন—বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, আসাদুজ্জামান চয়ন, মোঃ মিজানুর রহমান সোহাগ, পরশ কুমার চন্দ্র, আরমিন আক্তার জাহান, জাকিয়া বেগম চান্দা।
আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন ও সংশোধিত ভোটার তালিকা প্রনয়ণ, সাধারণ সভা আহ্বান ও নির্বাচন কমিশন গঠন করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত নতুন কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, গত মেয়াদে ডোমার নাট্য সমিতির সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান চয়ন দায়িত্বপালন করেন।
Leave a Reply