বিশেষ প্রতিবেদক : দিনাজপুরের পার্বতীপুরে সোমবার (১৭ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে একটি র্যালি বের করা বয়। সহকারী কমিশনার (ভূমি) খালেদ মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন।
মেলার উদ্বোধনী সভার আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন নাহার ও মোহাম্মদ আলী রুবেল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন দশটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীগণ, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের সংবাদ কর্মীবৃন্দ।
Leave a Reply