মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি : হাকিমপুরের ডাঙ্গাপাড়া বাজারে ২ টি ঔষধের দোকানে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল ১১টায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন, দিনাজপুরের প্রসিকিউশন দাখিলকারী মোঃ আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ১নং খট্রা মাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে প্রিয়া ফার্মেসির প্রোপাইটর শাহিনুর ইসলামকে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ধারা ৪০(খ) ও ৪০(গ) মোতাবেক ১০,০০০ টাকা জরিমানা করেন।
এছাড়া আদর্শ ফার্মেসির প্রোপাইটর মো: আমিনুল ইসলামকে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ধারা ৪০(গ) মোতাবেক ৭,০০০ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply