ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীরহাটে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি মোবাইল মেকারের দোকান ছিল,সেই দোকানের বৈদ্যুতিক সকেট এর সাথে মোবাইল চার্জার লাগানো ছিল। সেই মোবাইল চার্জার এর মাধ্যমে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কার্যক্রম শুরু করে এবং একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকান্ডে দোকানীগুলোর ক্ষয় ক্ষতি হয়ে দিশেহারা হয়ে পড়েছে।এ অগ্নিকান্ডে প্রায়. ১১টি ছোট, বড় দোকান ঘরসহ মালামাল পুড়ে অর্ধকোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
Leave a Reply