আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর বিভাগীয় কমিটি উদ্যোগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের চিঠির অগ্রগতি দ্রুত বাস্তবায়নের দাবীতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় রংপুর উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর বিভাগের সাধারণ সম্পাদক ধরনী মহন রায়ের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনুর রশিদ খোকন ও সিনিয়র যুগ্ম-মহাসচিব সুমন কুমার চাকী।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর বিভাগের প্রচার সম্পাদক রাহেনুল ইসলাম রায়হানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সভাপতি জয়নাল ইসলাম, পঞ্চগড় জেলা সভাপতি হাসিবুর রহমান সহ প্রমুখ।
Leave a Reply