নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি : দীর্ঘ পর্যালোচনা শেষে নীলফামারী সদর উপজেলার ১২নং সংগলশী ইউনিয়ন গণ অধিকার পরিষদ (জিওপি)-এর আংশিক কমিটি অনুমোদন দিয়েছে সদর উপজেলা শাখা।
গত ১৮ই জানুয়ারী গণঅধিকার পরিষদের সদর উপজেলা কমিটির সভাপতি নাজমুদ্দৌলা ঈমন ও সাধারণ সম্পাদক মিলন হোসেন স্বাক্ষরিত পত্রে আগামী ছয় মাসের জন্য ইউনিয়নটির আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে মোঃ আশিক ইসলামকে সভাপতি এবং আতিকুল ইসলাম (আতিক) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুর উদ্দিন, সহ-সভাপতি নুর ইসলাম, রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব ইসলাম ও নবীনূর ইসলাম নবীন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম পিন্টু ও রাশিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রাসেল ইসলাম, সোহেল রানা, আপন ইসলাম, ফজলে রাব্বি ও মিলন চন্দ্র রায়, মোরসালিন রেজাউল সহ আরও কয়েকজন নির্বাচিত হন।
কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে পুর্নাঙ্গ সদস্য তালিকা নীলফামারী সদর উপজেলা দপ্তর সম্পাদক বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এসময় সদর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি নাজমুদ্দৌলা ইমন, সাধারণ সম্পাদক মিলন হোসেন, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক আসিকুর জামান আসিক, সহ-সাধারণ সম্পাদক আসিকুর জামান, দপ্তর সম্পাদক মো. মোমিন ইসলাম,
অর্থ সম্পাদক কামরুজ্জামান ও প্রচার প্রকাশনা সম্পাদক ইমরান উপস্থিত ছিলেন।
এদিকে দায়িত্ব পাওয়া ব্যক্তিদের উদ্দেশ্য করে সদর উপজেলার দপ্তর সম্পাদক মো. মোমিন ইসলাম বলেন, আপনাদের মাধ্যমেই যেনো ১২নং সংগলশী ইউনিয়ন মডেল ইউনিয়নে পরিণত হয়। এই ইউনিয়নের সন্তান আমি তাই আগামীতে যেনো কেউ এই ইউনিয়নে দূর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে না পারে। সেই দিকটা নজরে রাখতে হবে।
এদিকে দায়িত্ব পেয়ে এক প্রতিক্রিয়ায় সংগলশী ইউনিয়ন গণ অধিকার পরিষদের পক্ষে ইউনিয়ন সভাপতি মোঃ আশিক ইসলাম বলেন, আমরা অনেকদিন ধরেই সাংগঠনিক কর্মতৎপরতা চালাচ্ছি। আমাদের একের পর এক সফল কার্যক্রম পর্যালোচনা শেষে সদর উপজেলা কমিটি এই আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা চাই।
Leave a Reply