আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (বালক ও বালিকা) এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২রা জানুয়ারী) সকালে উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড় ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply