খালিদ সাইফুল্লাহ প্রিন্স, কেন্দুয়া (নেত্রকোণা) : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়া পৌর ও কলেজ শাখার আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা জানুয়ারী) কেন্দুয়া জয়হরি স্পাই উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর কেক কেটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মিছিলের নেতৃত্ব দেয় কেন্দুয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মোহাম্মদ রাকিব হাসান জাহিদ (গগন), বর্তমান আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম (জেনিস), পৌর সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রাহুল মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা-ঐক্য-প্রগতি ছাত্রদলের মূলনীতি। এই মূলনীতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কাউকে জোরপূর্বক ভয় দেখিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করতে চাই। আদর্শ সমাজ করতে হলে সবাইকে সুশৃংখলভাবে রাজনীতি করতে হবে।
(সম্পাদনায়- রিশাদ/গোয়েন্দার চোখ)
Leave a Reply