তহমিদার রহমান মিলন, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন জাপা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১৯৮৬ সালে ১লা জানুয়ারী সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও নীলফামারীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এবার আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আহসান আদেলুর রহমান আদেল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি লেফটেন্যান্ট কর্ণেল (অব.) তছলিম উদ্দিন, জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি মোছাঃ নার্গিস তৌহিদা জ্যোতি, সৈয়দপুর পৌর জাতীয় পার্টির সভাপতি জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি তরিকুল ইসলাম বাবু, জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তহমিদার রহমান মিলন, সহ-সাধারণ সম্পাদক তোফায়লুর রহমান পায়েল, জলঢাকা পৌর জাপার সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন আর্মি, জাপা নেতা রহমতুল বারী মুকুল, জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আনোয়ার হোসেন, সাবেক সভাপতি মাহমুদ হাসান অয়ন সহ আরো অনেকে।
(সম্পাদনায়- রিশাদ/গোয়েন্দারচোখ)
Leave a Reply