জলঢাকা প্রতিনিধি : গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার স্লোগান নিয়ে দীর্ঘ ১৫ বছর পর পুলিশি বাঁধা ছাড়াই র্যালি ও বড় মহড়ার মাধ্যমে পৃথক পৃথকভাবে মিছিল এবং সমাবেশের মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জলঢাকা উপজেলা ও পৌর ছাত্রদল।
বুধবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জলঢাকা উপজেলার সিনিয়র যুগ্ন আহ্বায়ক ছাদেক হোসেন খোকা ও সদস্য আসলাম হোসেন লিমনের নেতৃত্বে স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক তিতাস মিয়া, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ শাকিল প্রমুখ।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব আলমগীর ইসলাম বলেন, দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামীতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
অপরদিকে, ছাত্রদলের অস্থায়ী কার্যালয় থেকে বিকাল ৪ টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল হক মিঠুর নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরো পয়েন্টে মিলিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুনতাসির বিল্লাহ শিমুল, পৌর ছাত্রদলের আহ্বায়ক
ফরহাদ বিন ওমর ফাহিম ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মেনাজুল ইসলাম রানা।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক হারুনর রশিদ, খোকা বাবু, সোহেল রানা, নাহিদ, শরীফুল, সুমন মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply