1. admin@dainikgoyendarchokh.com : goyadmin :
ডোমারে বেসরকারি হাসপাতাল পরিদর্শনে জেলা সিভিল সার্জন - দৈনিক গোয়েন্দার চোখ
সোমবার, ২৬ মে ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

ডোমারে বেসরকারি হাসপাতাল পরিদর্শনে জেলা সিভিল সার্জন

  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৫১ বার শেয়ার হয়েছে

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : জনস্বার্থে সেবার মানোন্নয়ন বৃদ্ধি সহ সুষ্ঠুভাবে স্বাস্থ্যসেবা প্রদানের আহ্বান জানাতে ও কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে নীলফামারীর ডোমারে স্থাপিত নতুন বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন।

বুধবার (১লা জানুয়ারী) সকালে উপজেলা শহরের মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শনে আসেন নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (এমওসিএস) ডাঃ মোঃ আতিউর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী প্রমুখ।

পরিদর্শনকালে নবনির্মিত বেসরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সংখ্যক নিবন্ধিত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সহ অবকাঠামো উন্নয়নের নির্দেশনা প্রদান করে জেলা সিভিল সার্জন। এছাড়া জনস্বার্থে সেবার মানোন্নয়নের দিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2019
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি