সাইফুল আলম সম্পদ, নীলফামারী প্রতিনিধি : স্বেচ্ছায় রক্তদান, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে বনার্ঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম। জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক জহুরুল আলম বিশেষ অতিথির বক্তব্য দেন আলোচনা সভায়।
এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উর রহমান, সাংগঠনিক সম্পাদক সেফাউল জাহাঙ্গীর আলম সেপু, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী
আখতারুজ্জামান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম বক্তব্য দেন।
এর আগে, সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসুচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসুচিতে ছাত্রদলের নেতা কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। ছাত্রদলের জেলা ইউনিট ছাড়াও পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসুচিতে অংশ নেন।
Leave a Reply