মোহাম্মদ মাহাবুব আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : সংবাদ সম্মেলন সুত্রে জানা যায়, পঞ্চগড় ৬ নং সাতমেরা ইউনিয়নের জমির মালিক পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের কর্মরত অবস্থায় মোঃ মুনতাজ উদ্দিন বেঁচে থাকা অবস্থায় বর্গা চাষী চেকরমারি গ্রামের মৃত আব্দুল হামিদ, এবং তার পুত্র আব্দুল জলিল কে বর্গা দেয়। দীর্ঘ ৩৭ বছর ধরে আব্দুল হামিদ, ও তার ছেলে আব্দুল জলিল এই জমি বর্গা চাষী হিসেবে দেখভাল করে আসছে।
আব্দুল হামিদ, মৃত্যুর পর তার ছেলে আব্দুল জলিল এসব জমি দেখাশোনা করতেন, এসব জমির মালিক পক্ষের মধ্যে দুই ভাগ হয়ে মামুন ও আজাদ, বর্গা চাষী আব্দুল জলিল ও তার পরিবারকে জীবন নাশের হুমকি ভয়-ভীতি দেখায় এবং স্থানীয় কিছু গুন্ডা লেলিয়ে দেয়।
যাতে করে আব্দুল জলিল এই বাড়ি ও জমি ছেড়ে এখান থেকে চলে যায়। না গেলে তাদের বাড়িতে অগ্নী সংযোগ করে জ্বালিয়ে দেওয়া হবে।
যেই সব জমি নিয়ে তাদের জীবন হুমকির মুখে সেগুলো জমির স্থান, সাহেব জোত মৌজা (জে এল নং ৩) মোট জমির পরিমাণ ১৩ একর এর মধ্যে ৭ একর জমি পাওয়ার দাবি জানান ভুক্তভোগী অভিযোগকারী আব্দুল জলিল।
এছাড়াও আব্দুল জলিল জানান এই জমি আগলে রাখতে তার বুকের রক্তক্ষরণও হয়েছে। এখন ৬ ভাই বোনের মধ্যে দুই ভাই মামুন ও আজাদ। আব্দুল জলিল ও তার পরিবারকে জানে মারার হুমকি প্রদান করে এবং বাড়ি ও জমি ছেড়ে চলে যেতে বলে। এছাড়াও পূর্বে এসব জমি কে কেন্দ্র করে আব্দুল জলিলের পরিবারকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।
তাই আব্দুল জলিল নিরুপায় হয়ে তার নিজ বাসায় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন এবং ন্যায্য বিচারের দাবি জানান।
Leave a Reply