1. admin@dainikgoyendarchokh.com : goyadmin :
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক গোয়েন্দার চোখ
সোমবার, ২৬ মে ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :

ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার শেয়ার হয়েছে

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’—স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’-এর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪।

রবিবার (২৯শে ডিসেম্বর) দুপুর পৌনে ৩টায় উপজেলা শহরের বনওয়ারী মোড় সংলগ্ন জুট মিল মাঠে অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

— জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার।

সংগঠনের ডোমার উপজেলা সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহ-পরিচালক ও নীলফামারী জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রবিউল আলম, সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ মহসিন আলী, ডোমার আদর্শ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ রাকিব ইসলাম প্রমুখ।

সম্মেলনের আনুষ্ঠানিকতায় ইসলামী সংগীত পরিবেশন করেন ডোমার ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ।

— ডোমার সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ।

২য় অধিবেশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনে ডোমার উপজেলা শাখার সভাপতি পদে মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক পদে মোঃ সুমন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মজিবুর রহমান উপস্থিত সকলের সম্মতিক্রমে নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম, জাকিরুল ইসলাম বাবলু ও মোসাদ্দেক হোসেন কাফি, সহ-সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন ও ডাঃ মইনুদ্দিন বাবু, সহ-সাধারণ সম্পাদক (মহিলা) উম্মে সালমা, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা আজিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া শাহিনুর ইসলাম (কোষাধ্যক্ষ), নুরননবী (দপ্তর সম্পাদক), আনারুল ইসলাম (ট্রেড ইউনিয়ন সম্পাদক), জাকারিয়া (প্রচার সম্পাদক), আতাউর রহমান (শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক), রাহেন ইসলাম (পাঠাগার ও প্রকাশনা সম্পাদক), হাবিবুর রহমান (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), জাকারিয়া ইসলাম (আইন-আদালত সম্পাদক), শেখ সাদী (সাহায্য ও পুনর্বাসন সম্পাদক), জামিনুর রহমান (কর্মসংস্থান সম্পাদক), সবুজ ইসলাম (চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক) নবগঠিত কমিটিতে নির্বাচিত হন।

নতুন কমিটির কার্যকরী সদস্যরা হলেন- শরিফুল ইসলাম, ময়েজ উদ্দিন, আব্দুর রহিম, হাসিকুল ইসলাম, লোকমান হাবিব, হাবিবুল ইসলাম, মিলন ইসলাম, আব্দুল মান্নান, শরীফুল ইসলাম সবুজ, মমিনার, আব্দুস সালাম, নুরুন্নবী, মঞ্জুরুল ইসলাম ও আনারুল ইসলাম।

— নবনির্বাচিত সভাপতির শপথ বাক্য পাঠ।

দ্বিতীয় অধিবেশনের শেষপ্রান্তে নবনির্বাচিত সভাপতি মোঃ সোহেল রানাকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল। এরপর অন্যান্যদেরও শপথ বাক্য পাঠ করানো হয়।

— নির্বাচিতদের শপথ বাক্য পাঠ।

উল্লেখ্য, ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আগের কমিটির সভাপতি হিসেবে মোঃ আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক হিসেবে জাকিরুল ইসলাম বাবলু দায়িত্ব পালন করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2019
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি