1. admin@dainikgoyendarchokh.com : goyadmin :
আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই ফ্যাসিস্ট ছিল: ব্যারিস্টার কামরুজ্জামান - দৈনিক গোয়েন্দার চোখ
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ডোমারে চার দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন সরকারি নির্দেশনা যথাযথ ভাবে পালন করছেন না প্রধান শিক্ষক ২৪ মে, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে নীলফামারী জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে ৫০ শয্যার হাসপাতালে ভর্তি হচ্ছেন ধারণক্ষমতার দ্বিগুণ রোগী পঞ্চগড়ে ৩ শিক্ষার্থী ও ১৩ শিক্ষক নিয়ে চলছে মাদরাসা জলঢাকায় এনসিপির কার্যালয় উদ্বোধন দিনাজপুরে লিচুর বাম্পার ফলন হাকিমপুরে পেশাদার চোরের ধারালো ছোরার আঘাতে জখম এক নারী ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত-১ সংগীতশিল্পী বিধান দাস ও দোলন জলদাসকে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর অভিনন্দন

আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই ফ্যাসিস্ট ছিল: ব্যারিস্টার কামরুজ্জামান

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার শেয়ার হয়েছে

নাইমুর রহমান : দিনাজপুরের ফুলবাড়ীতে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী, লন্ডন প্রবাসী ও ফুলবাড়ীর কৃতি সন্তান ব্যারিস্টার কামরুজ্জামানের আগমন উপলক্ষ্যে ফুলবাড়ী বিএনপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (২৮শে ডিসেম্বর) বিকেল ৩টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ চত্বরে ফুলবাড়ী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে পরিচিতি সভা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামানকে সংবর্ধনা জানান ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অয়োজিত সংবর্ধনা ও পরিচিতি সভায় যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান বলেন, আমি অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই ফ্যাসিস্ট ছিল। তারা কখনোই গণতন্ত্র চায়নি। জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আরও একবার স্বাধীনতা অর্জন করেছে। এই আন্দোলনে ছাত্র-জনতা, দিনমজুর, কৃষক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে বিজয় অর্জন করেন। গণঅভ্যুত্থানে অনেকে শহীদ হয়েছেন। আমি তাদের গভীর শ্রদ্ধাভরে স্বরণ করছি।
ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমাকে দেশে আসতে দেওয়া হয়নি। আমার পিতার মৃত্যুর খবর শোনার পরও আমি দেশে আসতে পারিনি। আজকে সবাইকে কাছে পেয়ে আমি আনন্দিত।

উক্ত সভায় সভাপতিত্ব করেন- ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মোঃ নবীউল ইসলাম।

অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি এজেডএম রেজওয়ানুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল ও প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা শিল্পপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি। এছাড়া বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, খালেকুজ্জামান ও আলহাজ্ব মাহাবুব আহম্মেদ, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল বাসার, খয়েরবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন চৌধুরী, সহ-সভাপতি আবু ফরহাদ বাচ্চু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও নজমুল হক নাজিম, সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, জেলা বাস্তহারা কমিটির সভাপতি আনোয়ার চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ সরকার, যুগ্ম-আহ্বায়ক গোলাম জাকিউর রহমান চঞ্চল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর হাসান ও সদস্য সচিব পাপ্পু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2019
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি