আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ করছে জাতীয়তাবাদী কৃষক দল। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে কৃষক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মগনী মুহাম্মদ মাসুদুল আলম দুলাল।
জাতীয়তাবাদী কৃষক দলের বোড়াগাড়ী ইউনিয়ন সভাপতি নুর আলম সরকার জুয়েলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ আফজালুর রহমান চৌধুরী হিরো, সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা কৃষকদের কল্যাণে বিএনপির ভাবনা ও আগামীর পরিকল্পনা সম্পর্কিত আলোচনা করেন। এছাড়া কৃষক জনগোষ্ঠীর দাবি-দাওয়া, চাহিদা ও অধিকার বিষয়ে একত্রিতভাবে সংগ্রাম করার আশ্বাস দেন। আগামীর রাষ্ট্রক্ষমতায় বিএনপি গেলে ৩১ দফা বাস্তবায়ন সম্পর্কে কৃষকদের অবগত করা সহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নীলফামারী-১ আসনে ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে জনমত গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
কৃষকদের নিয়ে আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক ও আঞ্চলিক সঙ্গীতানুষ্ঠানের আয়োজনের মাধ্যমে সমাবেশটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করে সমাপ্ত করা হয়।
Leave a Reply