আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : মাদক ছেড়ে যুবসমাজকে ক্রীড়ায় মনোনিবেশ করানোর প্রত্যয়ে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়ায় ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে হলহলিয়া যুব সংঘ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারিফ।
৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুর আলমের সভাপতিত্বে ও পরিষদের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য শ্রী সুবাম চন্দ্র রায়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন- সিঙ্গাপুর প্রবাসী ও সাবেক ছাত্রনেতা মোঃ সবুজ ইসলাম।
ছাত্রনেতা সজিব সরকার ও চয়ন ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক শ্রী জগদীশ চন্দ্র রায়, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল হাই, জোড়াবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ তোজাম্মেল হক, যুগ্ম-আহ্বায়ক মাহাবুর রহমান, ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান প্রমুখ।
এর আগে, দিনব্যাপী দৌঁড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, মোরগ লড়াই, চোখ বেঁধে মাটির হাড়ি ভাঙা, নারীদের বালিশ খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমকালো আয়োজনটির সমাপ্ত করা হয়।
Leave a Reply