নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ আর নেই। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
তার চেম্বারের জুনিয়র এবং আইসিটি প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান তথ্যটি নিশ্চিত করেছেন। উপদেষ্টার ছেলে মুয়াজ আরিফও সাংবাদিকদের কাছে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মিশর থেকে দুবাই হয়ে আজ বিকেলে ঢাকায় নামার পরপর ড. ইউনূস উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পান। তাৎক্ষণিকভাবে তিনি বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান।
গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।
হাসান আরিফ ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন।
Leave a Reply