দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার ৩০টি প্রতিষ্ঠান থেকে ৪র্থ থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহণে কিশোরকন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দুমকি আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত এ মেধা বৃত্তি পরীক্ষায় ৪৯০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
দুমকি উপজেলা কিশোরকন্ঠের পরিচালক মাসুদ রানা জানান, শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং, অনলাইন গেম থেকে মুক্ত রেখে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে মেধা যাচাই করে বৃত্তি প্রদান করার লক্ষ্যে কিশোরকন্ঠ এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে। নিজ ক্লাসের পাঠ্য বইয়ের নির্দিষ্ট সিলেবাসে থেকে বাংলা, ইংরেজি, গনিত ও সাধারণ জ্ঞান বিষয় থেকে মোট ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। প্রতি শ্রেনীতে কম পক্ষে ১০ জন কে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। অংশগ্রহনকারী সকল পরীক্ষার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ নম্বর পেয়ে মেধা তালিকায় ১ম স্থান দখল করবে তাকে একটি ল্যাপটপ দেওয়া হবে।
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী এক শিক্ষার্থীর অভিভাবক ও দুমকি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাথী বেগম বলেন, এত সুশৃঙ্খলভাবে নকল মুক্ত পরিবেশে প্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া সংগঠনের প্রথম সাফল্য। পরীক্ষায় অংশগ্রহন করার জন্য নিবন্ধন করার পর থেকে আমার ছেলে নিয়মিত পড়াশোনা করেছে। তিনি এরকম কার্যক্রম চালু রাখার দাবী করেন।
Leave a Reply