আব্দুল জব্বার নিজস্ব প্রতিবেদক: গত ১৩ জানুয়ারী, ২০২৫ ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা হল রুমে ছওয়াব এর উদ্যোগে এক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সর্বপ্রথম ছওয়াব-বাংলাদেশ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। গংগাচড়া উপজেলায় নদী ভাংগন এলাকা ও গুচ্ছগ্রাম দুই শত উপকারভোগী তালিকাকরণ প্রসঙ্গে ছওয়াবের প্রোগাম অফিসার জনাব তানভীর আহম্মদ শুভকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখন জনাব জান্নতুল ফেরদৌস উর্মী, সহকারী কমিশনার, ভূমি, ছওয়াব এর্ এই মহৎ উদ্যোগকে মুবারকবাদ জানান। এবং তাঁর বক্তব্য চলাকালীন উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য আহবান করেন।
জানজাবিল বিনতে আহমদ সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তার বতক্তব্যে বলেন রংপুর জেলার গংগাচড়া উপজেলার মর্ণয়া ও গজঘন্টা ইউনিয়ন এর কিছু এলাকা আর্সেনিক ও আয়রণ মুক্ত নলকুপ স্থাপনের বেপারে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি পানি পরিক্ষা করার পরার্শ দেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতি তার স্বাগত বক্তব্যে ছওয়াব এর বিভিন্ন কার্যক্রমগুলো তুলে ধরেন। এবং উক্ত প্রকল্পের কাজ কিভাবে বাস্তাবায়ন করা হবে তার একটি আলোকচিত্র তুলে ধরেন। তিনি উক্ত প্রকল্পে বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনের সহযোগীতা চেয়ে উনার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব, আব্দুল জব্বার, ভলান্টিয়ার, ছওয়াব-বাংলাদেশ।
Leave a Reply