পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কালের কন্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে পবিপ্রবির কৃষি কনফারেন্স রুমে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি সাব্বির আহমেদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ল অ্যান্ড ল্যান্ড ফ্যাকাল্টির ডিন প্রফেসর মোহাম্মদ মহসিন হোসেন খান, ডিন প্রফেসর জামাল হোসেন, প্রফেসর মমিনুর রহমান, প্রফেসর আবু ইউসুফ।
এসময় আরও বক্তব্য রাখেন- কালের কন্ঠের দুমকি প্রতিনিধি স্বপন কুমার দাস, দুমকি প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার সহ বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ড. রাহাত মাহমুদ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পত্রিকার ছাত্র সাংবাদিকবৃন্দ। পরে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপস্থিত সকলে।
Leave a Reply