আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (বালক ও বালিকা) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বালকদের চাম্পিয়ন হয়েছে ডোমার পৌরসভা ও বালিকাদের চাম্পিয়ন ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন।
মঙ্গলবার (৭ই জানুয়ারী) সকালে উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।
— বক্তব্য রাখছেন খেলার প্রধান অতিথি।
বালকদের ফাইনাল খেলায় কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর চান্দখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে চাম্পিয়ন হয়েছে ডোমার পৌরসভার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল। জয়সূচক গোল দুটি করেছেন রিশাদ ও মুন্না। এরমধ্যে রিশাদ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অপরদিকে, বালিকাদের ফাইনালে চাম্পিয়ন হয়েছে ভোগডাবুড়ী ইউনিয়নের ভোগডাবুড়ী প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।
— সেরা খেলোয়াড় রিশাদকে পুরষ্কার প্রদান।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে, বিজয়ী দলগুলোর মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা।
Leave a Reply