1. admin@dainikgoyendarchokh.com : goyadmin :
৫ই আগস্টের পর পবিপ্রবির রেজিস্ট্রার পরিবর্তন হয়েছে চারবার - দৈনিক গোয়েন্দার চোখ
রবিবার, ২৫ মে ২০২৫, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
আধুনিক সার্কিট হাউস নির্মাণে প্রকৌশলী আহসান হাবীবের নেতৃত্বে দৃশ্যমান অগ্রগতি নীলফামারীতে জমি সংক্রান্ত বিষয়ে পক্ষ বিপক্ষে হানাহানি খুনাখুনি বেড়েই চলেছে প্রশাসনিক শুদ্ধতায় আপসহীন এক নারী প্রকৌশলী ডোমারে চার দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন সরকারি নির্দেশনা যথাযথ ভাবে পালন করছেন না প্রধান শিক্ষক ২৪ মে, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে নীলফামারী জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে ৫০ শয্যার হাসপাতালে ভর্তি হচ্ছেন ধারণক্ষমতার দ্বিগুণ রোগী পঞ্চগড়ে ৩ শিক্ষার্থী ও ১৩ শিক্ষক নিয়ে চলছে মাদরাসা জলঢাকায় এনসিপির কার্যালয় উদ্বোধন দিনাজপুরে লিচুর বাম্পার ফলন

৫ই আগস্টের পর পবিপ্রবির রেজিস্ট্রার পরিবর্তন হয়েছে চারবার

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৮ বার শেয়ার হয়েছে

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ৬ মাসে চারবার রেজিস্টার পরিবর্তন করা হয়েছে।

রবিবার বর্তমান রেজিস্ট্রার প্রফেসর আবদুল লতিফ স্বাক্ষরিত অফিস আদেশে নতুন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের সিনিয়র প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন। ২০০২ সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে অনার্স ও ২০০৫ সালে এমএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি চায়না কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি ও ২০২১ সালে নেদারল্যান্ডের ওয়াখিনিংগেন ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জার্মানী ও ফিনল্যান্ড থেকেও উচ্চতর ডিগ্রি অর্জন করেন। শিক্ষক জীবনে তিনি ২০০৬ সালে প্রভাষক, ২০০৮ সালে সহকারী অধ্যাপক, ২০১৪ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৮ সাল থেকে বর্তমানে অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। তিনি কর্নেল ইউনিভার্সিটি আমেরিকা ও আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন কেন্দ্র চায়নার রিসার্চ ফেলো হিসেবে দীর্ঘদিন কাজ করেন।

ড. ইকতিয়ার জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবে কাজ করেন। তিনি ১৯৭৯ সালের ২৮ অক্টোবর বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদ্য গ্রামের সমাজ সেবক মরহুম ছালামতুল্লাহ ও মা গৃহিণী আলতাফুন্নেছার ঘরে জন্ম নেন। নতুন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রোভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য ৫ই আগস্টের পরে প্রথম রেজিস্টার এর দায়িত্ব পান প্রফেসর ডঃ হেমায়েত জাহান। এরপর প্রফেসর ডঃ মামুনুর রশিদ, প্রফেসর আব্দুল লতিফও একই পদে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2019
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি