1. admin@dainikgoyendarchokh.com : goyadmin :
দুমকির লেবুখালিতে প্রেমিকের বাড়ি বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন - দৈনিক গোয়েন্দার চোখ
মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

দুমকির লেবুখালিতে প্রেমিকের বাড়ি বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন

  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ বার শেয়ার হয়েছে

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকাকে অনশন করতে দেখা যায়। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন চাঁদনী নামের প্রেমিকা।

এর আগে রবিবার বার সকাল ৯টা থেকে উপজেলার লেবুখালী গ্রামের প্রেমিক হাসান মাহমুদ সাজনের বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা চাদনী।

অনশনরত প্রেমিকা চাঁদনী এ প্রতিনিধি কে জানায়। চার বছর আগে স্থানীয় ইউনিভার্সিটি স্কয়রে সাজনের সঙ্গে দেখা, পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। নিয়মিত দেখা সাক্ষাত

চলে। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বছরের পর বছর বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন টালবাহা করে আসছে গত ৫ মাস যাবৎ সাজিন সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে। আজকের শুনতে পাই সাজিন অন্য মেয়েকে বিবাহ করতে বাড়ি এসেছে। আমি এ বাড়িতে আসার পর সাজিন আমাকে দেখেই বাড়ি থেকে পালিয়ে যায়। আমি সাজিনের ঘরের সামনে গেলে সাজনের মা, ফুফু ও বোন তিন জনে আমাকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। তাৎক্ষণিক কিছু সাংবাদিক এসে উপস্থিত হলে তাদের মাধ্যমে মোবাইল ফিরে পাই। আমার মা থানায় অভিযোগ করেছেন। চাঁদনী আরও বলেন এলাকার প্রভাবশালীরা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে চাপ প্রয়োগ করতেছে। আমি নিজেকে নিরাপত্তাহীন মনে করছি

অভিযুক্ত হাসান মাহমুদ সাজন মোবাইল ফোনে বলেন চাঁদনী আমার ছোট বোনের বান্ধবী তাই প্রায়ই বোনের সাথে বাড়িতে আসতেন। শারীরিক সম্পর্কের বিষয় তিনি অস্বীকার করে বলেন এটা মিথ্যা ও ষড়যন্ত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে ইতিপূর্বে পারিবারিক পর্যায়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা।

দুমকি থানার অফিসার ইন চার্জ মো, জাকির হোসেন বলেন, মেয়ের মা থানায় অভিয়োগ দায়ের করেছেন। এস আই শাহিদ কে ঘটনাস্থালে পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2019
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি