নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক শীর্ষক প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অদ্য ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল। রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, পুলিশ সুপারের কার্যালয়, রংপুর জনাব মোঃ রফিকুল ইসলাম; রংপুর জেলার সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ মোস্তফা জামান চৌধুরী; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাবিবুল হাসান রুমি; উপপরিচালক (স্থানীয় সরকার) জনাব রায়হান কবির এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আব্দুল মান্নান। এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ হুমায়ুন কবির, জুনিয়র কনসালটেন্ট (ইএনটি), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাউনিয়া, রংপুর। ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যসহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কমল কুমার বর্মণ। প্রধান রিসোর্স পার্সন মহোদয় তার বক্তব্যে শব্দদূষণ রোধে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং জনগণকে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধ করেন। এছাড়া রিসোর্স পার্সনগণ শব্দদূষণের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে শব্দদূষণ রোধে সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা ও বিভিন্ন সংগঠনের একযোগে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। মূখ্য আলোচক শব্দের সহনশীল মানমাত্রা ও শব্দদূষণ এর বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে শব্দদূষণ রোধে করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অত:পর কর্মশালার সভাপতি মহোদয় শব্দদূষণ নিয়ন্ত্রণে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির প্রয়াশে সামাজিক আন্দোলন গড়ে তোলার দিক নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply