1. admin@dainikgoyendarchokh.com : goyadmin :
দুমকিতে সাদিয়ানীদের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান - দৈনিক গোয়েন্দার চোখ
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

দুমকিতে সাদিয়ানীদের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান

  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ বার শেয়ার হয়েছে

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার জনতা কলেজ সড়কে ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে আজ সোমবার (২৩শে ডিসেম্বর) সকাল ১০ টায় ইমাম-উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহীদি জনতার অংশগ্রহণে মানববন্ধন ও স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করা হয়েছে।

তাবলীগ জামায়াতের উলামা পরিষদ দুমকি উপজেলা সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন বলেন, “ভারতের কথিত মাও: সাদ সাহেবের অনুসারী (সাদপন্থী-এতায়াতী) যারা ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে শত শত আলেম-উলামা, ছাত্র ও তাবলীগের সাধারণ সাথীদেরকে মারাত্মক আহত করেছিল এবং ১৮ ডিসেম্বর/২৪-এ আবার টঙ্গী ইজতেমার মাঠে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে ০৪ জনকে হত্যা করেছে। অনতিবিলম্বে হত্যায় জড়িত ও নির্দেশদাতাদের গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি প্রদান এবং এহেন সন্ত্রাসীদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধের দাবি করেন।

— স্মারকলিপি প্রদান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন করিমগঞ্জ ইমাম উলামা পরিষদের হযরত মাওলানা আবুল বাশার, মাওলানা মোহাম্মদ ইউছুফ, মাওলানা মোহাম্মদ মুফতি আমিনুল ইসলাম, মুফতি মোহাম্মদ হাসান , মোহাম্মদ জহিরুল হক, মোহাম্মদ লোকমান আলী, সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি সহ সদস্যবৃন্দদের নিয়ে ৫ সদস্যের একটি টিম উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা এবং দমকি থানা অফিসার ইনচার্জ এর কাছে স্মারক লিপি পেশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2019
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি