মো: আশরাফুল ইসলাম রাজু নীলফামারী:
নীলফামারীর কিশোরগঞ্জে বড়ভিটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়া বিগত কয়েকদিন যাবত অনুপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানে।কথা হলে এই প্রতিষ্ঠান প্রধান গণমাধ্যম কর্মীদের জানান আমার বিরুদ্ধে কিছু কুচক্রী মহল জোর পূর্বক আমাকে পদত্যাগ করার জন্য উঠে পড়ে লেগেছিলো।তারা তাদের স্বার্থ হাছিলের জন্য আমার বিরুদ্ধে মিথ্যে লিখিত অভিযোগ করেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর।
অদ্য ১৭ ই সেপ্টেম্বর উক্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক প্রতিষ্ঠানের সকল শিক্ষকে ডাকলে এক পর্যায়ে স্কুলের সকল শিক্ষকবৃন্দের পরবর্তীতে স্কুলে বসে সিদ্ধান্ত নিয়ে উক্ত সিদ্ধান্ত উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য সময় বেধে দেওয়া হয়।একই সাথে অদ্য ১৮ সেপ্টেম্বর থেকে অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়াকে নিয়মিত স্কুলে উপস্থিত থেকে হাজিরা খাতায় সহি করার কথা বলেন তিনি।
এবারে সকল জল্পনা কল্পনা শেষ করে প্রতিষ্ঠানে ফিরলেন মহির উদ্দিন বসুনিয়া,সহি করলেন হাজিরা খাতায়।কথা হলে জানা যায় অদ্য দুপুরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ফিরে স্কুলে গিয়ে তিনি হাজিরা খাতায় সহি করেন।
অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়া জানায়,আমি আবারও প্রতিষ্ঠানে ফিরেছি এবারে সকল অপশক্তির নিধন পূর্বক প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নায়নকে তরান্বিত করতে কাজ করবো বলে গণমাধ্যম কর্মীদের বলেন তিনি।
Leave a Reply