দিনাজপুর জেলা প্রতিনিধি : গত ১৮ মে /২৫ ইং তারিখ সকাল আনুঃ ৭ টায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নয়ানগর চকবিরবান গ্রামের পেশাদার চোর মোঃ সিদ্দিক হোসেন একই গ্রামের মোঃ ফারুক হোসেনের স্ত্রী মোছাঃ এলিনা বেগমকে ধারালো ছোরা দিয়ে মাথায় কোপ মেরে রক্তাত্ব জখম করেন। জখমি বিরামপুর সরঃ স্বাস্থ্য কমপ্লেক্সয়ে চিকিৎসাধীন।
জখমির মাথায় ৪ টি শেলায় রয়েছে।
এ বিষয়ে মোছাঃ এলিনা বেগমের স্বামী মোঃ ফারুক হোসেন বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
স্বরেজমিনে গিয়ে জানা গেছে পেশাদার চোর মোঃ সিদ্দিক হোসেন দির্ঘ দিন থেকে চুরি চামারি করে আসার এক পর্যায়ে গত ১৬/০৫/২৫ ইং তারিখ রাত আনুঃ ৩ টায় ফারুক হোসেনের ব্লিডিং পাচির টপ্পিয়ে ছাদের উপরে ওঠে সিঁডি দিয়ে নেমে ঘরের ভিতর হইতে একটি হাইড্রোলিক বাইসাইকেল চুরি করে পেশাদার চোর সিদ্দিক হোসেনের বাড়ীর ভিতরেই রেখে ঘুমিয়ে পড়ে। ফারুক হোসেন ও তাহার স্ত্রী মোছাঃ এলিনা বেগম রাতেই সাইকেলটি খুজতে লাগে, এলিনা বেগম পেশাদার চোরের ঘরের জানালার ফাঁক দিয়ে দেখতে পান বাইসাইকেলটি তার ঘরের ভিতরেই আছে। এই দেখে গ্রামের বেশ কিছু লোকজনদের ডেকে নিযে এসে চোরাই বাইসাইকেলটি উদ্ধার করেন। এবং গ্রাম বাসি রাতেই বিষয়টি মিমাংসা করে দেন।
পেশাদার চোরের বাড়ীর ভিতর হইতে বাইসাইকেলটি উদ্ধার করাই চোর মোঃ ফারুখ হোসেন ও তাহার স্ত্রী মোছাঃ এলিনা বেগম কে তাহার বাড়ীর পার্শ্বে গত ১৮/০৫/২৫ ইং তারিখে সকাল আনুঃ ৭ টায় একাই পেয়ে পেশাদার চোর সিদ্দিক হোসেন সহ আরও ২/৩ জন ব্যাক্তি ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারলে মাথা পেটে রক্তাত্ব জখম হয়।
এ বিষয়ে এভাবে নিজ গ্রামে পেশাদার চোর মোঃ সিদ্দিক হোসেন বাই সাইকেলটি চুরি করায় এলাকায় এক চান্চল্যকর সৃষ্টি হয়েছে। পেশাদার চোরের আতংকে গোটা গ্রামবাসী অনিরাপত্তায় রয়েছে গ্রামটি। তাই এভাবে চুরি করে গোটা গ্রামবাসীর নিকটে প্রমানিত হওয়াই পেশাদার চোর মোঃ সিদ্দিক হোসেনের বাংলাদেশ আইনানুগত অনুসারে কঠোর শাস্তির দাবি করেন স্থানীয় এলাকাবাসী।।
Leave a Reply