নীলফামারী প্রতিনিধি : ফ্যাসিস্ট পতিত সরকারের গুম, খুন, দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে নীলফামারীতে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টায় নীলফামারী জেলা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণমিছিলে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং পতিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অবিলম্বে পতিত স্বৈরাচারী সরকারের গুম, খুন ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অবিলম্বে স্বৈরাচারী হাসিনা ও তার দোষরদের আইনের আওয়াতায় এনে বিচারের আহ্বান জানান। অন্যথায় দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
এদিকে, কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়।
Leave a Reply