আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টার : নীলফামারীর কিশোরগঞ্জে এতিমখানার শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ই জানুয়ারী) দুপুরে বাহাগিলী ইউনিয়নের কালুর ঘাট রহমানিয়া হাফিজিয়া এতিমখানা মাদরাসার ১৮ জন কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও সামাজিক সংগঠন এ্যাডকিউয়ের ব্যবস্থাপনায় ৩য় ধাপে অনুষ্ঠিত কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা লোকমান আলম, কালুরঘাট মাহবুবুবিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল জলিল, এ্যাডকিউয়ের সভাপতি আব্দুল মান্নান, সদস্য আব্দুল লতিফ প্রামাণিক, অত্র এতিমখানা মাদ্রাসার মুহতামিম হাফেজ শফিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply