1. admin@dainikgoyendarchokh.com : goyadmin :
গরীব দুঃস্থদের মাঝে গাইবান্ধা আর্মি ক্যাম্পের শীতবস্ত্র বিতরণ - দৈনিক গোয়েন্দার চোখ
সোমবার, ২৬ মে ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

গরীব দুঃস্থদের মাঝে গাইবান্ধা আর্মি ক্যাম্পের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার শেয়ার হয়েছে

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনী দেশের ও জনগণের কল্যাণে নানাবিধ জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারো দরিদ্র শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্প শীতবস্ত্র বিতরণ করেছে।

সোমবার (৬ই জানুয়ারী) ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে জেলার পলাশবাড়ি উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রোকনুজ্জামান জয়।

এছাড়াও শীতবস্ত্র বিতরণের সময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সেনা কর্মকর্তারা।

সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে সাধারণ জনগণ আনন্দিত এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2019
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি